এবার ইসির কর্মকর্তা করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০২ মে ২০২০

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নির্বাচন অফিসার ও বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন।

তার নমুনা পরীক্ষা করে শুক্রবার করোনা পজিটিভ পাওয়া যায়। তিনি উপসর্গবিহীন করোনায় আক্রান্ত। তিনি একটি ইউনিয়নের ট্যাগ অফিসার হিসেবে ত্রাণ বিতরণের তদারকিতে ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারের অনুরোধে তিনিসহ আরও তিনজন কর্মকর্তার করোনা পরীক্ষা করান। যারা সবাই ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন। তিনিসহ অন্য দুই কর্মকর্তারও করোনা পজিটিভ হয়েছেন।

এইচএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।