গ্রাম পুলিশদের খাদ্য সামগ্রী দিলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৭ এএম, ১৩ মে ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটের ১০০ গ্রাম পুলিশের মাঝে রমজান ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (১২ মে) নিজ উপজেলা চুনারুঘাটের ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশকে তিনি এ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি গ্রাম পুলিশদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বাস দেন। গ্রাম পুলিশদের সন্তানদের পড়ালেখার প্রতি নজর দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।

পরে ব্যারিস্টার সুমন বলেন, দুই বছর আগে এই ১০০ জন গ্রাম পুলিশের বেতন উত্তোলনের অসুবিধা দূর করতে সিমসহ মোবাইল সেট দিয়েছিলাম। আমার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রাম পুলিশদের মধ‌্যে রমজান ও ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশ-বিদেশের বিভিন্ন মানুষ ফাউন্ডেশনে অর্থ দিয়ে সহযোগিতা করছেন।

এর আগেও ব্যারিস্টার সুমন ত্রাণ সহায়তা নিয়ে হবিগঞ্জ সদরের ৭০ জন ইমাম-মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় উপহার দিয়ে তাদের কাছে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

এর আগে মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের লাখাইয়ের ১৩০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি।

এফএইচ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।