যে ৩ রুটে চলছে রেলের পার্সেল স্পেশাল ট্রেন
করোনার প্রাদুর্ভাবে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়েতে কৃষিপণ্যবাহী পার্সেল ট্রেন চলাচল করছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে তিনটি রুটে ট্রেন চলাচল করছে।
রুট তিনটি হলো- চট্টগ্রাম-সরিষাবাড়ী -চট্টগ্রাম। ঢাকা -ভৈরব বাজার-ঢাকা এবং বীরমুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়) -ঢাকা।
বুধবার (১৩ মে) রেল মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১ মে থেকে উল্লেখিত ট্রেনগুলো কৃষিপণ্য বা সবজি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পরিবহন করছে। এ পর্যন্ত উল্লেখিত লাগেজ ভ্যান ট্রেনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে প্রায় পাঁচ লাখ কেজি সবজি ও কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ টাকার রাজস্ব আয় করেছে। এতে জনসাধারণ তথা কৃষকের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে।
এমইউএইচ/এএইচ/এমকেএইচ