বিমানবন্দর থানার ওসিসহ ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী, পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ কাজীসহ আট পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (বিমানবন্দর জোন) রাফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।
উত্তরা বিভাগ পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ বাসায় চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা অন্য পুলিশ সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ডিসি নাবিদ কামাল শৈবাল জানান, ওসি আক্রান্ত হওয়ায় এ মুহূর্তে পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে থানার কার্যক্রম চলছে। ওসির চিকিৎসা বাসায় দেয়া হচ্ছে। অবস্থা বুঝে হাসপাতালে নেয়া হবে।
জেইউ/এএইচ/পিআর