গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৬ মে ২০২০

ভিন্ন আঙ্গিকে গতকাল সোমবার পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিনেও করোনা শনাক্তে চার হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের দিনের নমুনাসহ পাঁচ হাজার ৪০৭টি। পরীক্ষায় শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৬ জন। নমুনা পরীক্ষার হিসাবে, গত দিনের তুলনায় আজ করোনা শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে চার হাজার ৪১৬টি। নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনাসহ পাঁচ হাজার ৪০৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৪৪১টি, যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে এক হাজার ১৬৬ জন এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৬ হাজার ৭৫১ জন। আজ শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন এবং এখন পর্যন্ত ৫২২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন এবং এখন পর্যন্ত সাত হাজার ৫৭৯ জন।’

পিডি/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।