করোনা আক্রান্তদের খোঁজ-খবর নিতে স্বাস্থ্য অধিদফতরের সেবা চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ৩১ মে ২০২০

করোনাভাইরাস আক্রান্তদের ফোন দিয়ে খোঁজ-খবর নিতে এবং পুষ্টিবিষয়ক পরামর্শ, বাসা জীবাণুমুক্ত করাসহ বিভিন্ন ধরনের পরামর্শ দিতে নতুন সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) শাখা।

রোববার (৩১ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের সিডিসি শাখা একটি সেবা চালু করেছে, যার নাম সিডিসি কেয়ার ফল অল, সিডিসি আছে আপনার পাশে। যদিও এখন খুবই স্বল্প পরিসরে এই সেবাটি চালু হয়েছে। সেবাটি হলো আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলা। বাসায় অবস্থান সময়ে তাদের অসুস্থতা সংক্রান্ত পুষ্টিবিষয়ক পরামর্শ কিংবা বাসা জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটিও তারা জানিয়ে দিচ্ছেন। এক্ষেত্রে তাদের (সিডিসির) ফোন নম্বরগুলোতে কেউ ফোন করবে না। কিন্তু তারাই (সিডিসি) আক্রান্ত ব্যক্তিদের ফোন নম্বর, যা পরীক্ষা রেজাল্টের সাথে থাকে– ফোন করে এই সেবাগুলো দিয়ে থাকবে। তারা শুধু প্রথম দিন ফোন করবেন না, যিনি আক্রান্ত তার শারীরিক অবস্থা জানার জন্য সিডিসি এই সেবাটি সপ্তম দিন ও ১৪তম দিনেও ফোন করে তাদের খোঁজ-খবর নেবে।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘সিডিসির এই কাজের সাথে যুক্ত হয়েছে রবি টেলিকম। তারা প্রতি মাসে ১০ হাজার মিনিট ফ্রি কল সুবিধাসহ সিম ও ১০টি মোবাইল ফোন প্রদান করেছেন। আমরা অনেক ধন্যবাদ জানাই রবি টেলিকমকে এই সহযোগিতা দেয়ার জন্য।’

পিডি/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।