করোনায় চট্টগ্রামে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৪ জুন ২০২০
ফাইল ছবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত দুই নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

মুত্যুবরণ করা দুই নারী হলেন- নগরীর পাচঁলাইশ এলাকার হাফসা বেগম (৫০) ও নগরীর জামালখান এলাকার সেলিনা আফরোজ (৫৬)।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জাগো নিউজকে বলেন, ‘আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দুই করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নগরীর পাচঁলাইশ এলাকার হাফসা বেগম (৫০) । তিনি গত মঙ্গলবার (২ জুন) আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনাভাইরাস (কোভিড-১৯) এর পাশাপাশি রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ (বৃহস্পতিবার) ভোর ৫টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

ডা. আব্দুর রব আরও বলেন, ‘অন্যজন হলেন- নগরীর জামালখান এলাকার সেলিনা আফরোজ (৫৬)। তিনি গত ২৯ মে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনাভাইরাসের (কোভিড-১৯) পাশাপাশি তিনিও উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

আবু আজাদ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।