জুমার জামা‌তে শা‌রীরিক দূরত্ব মানা হ‌চ্ছে না

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৫ জুন ২০২০

রাজধানীতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীত দিকে পান্থপথের ফার্নিচার মার্কেটসংলগ্ন স্থানীয় একটি মসজিদে শুক্রবার (৫ জুন) জুমার নামাজ আদায় করতে মুসল্লিরা উপস্থিত হন। অতিরিক্ত মুসল্লির উপস্থিতির কারণে অনেকেই নামাজ আদায় করতে ফুটপাত ও রাস্তায় দাঁড়িয়ে যান।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে সম্প্রতি নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। ওই নির্দেশনা জারির পর রাজধানীসহ সারাদেশে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় হচ্ছিল। কিন্তু গত কয়েকদিন যাবত স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় হচ্ছে না বলে তথ্য পাওয়া যাচ্ছে।

জাগো নিউজের এ প্রতিবেদক আজ রাজধানীর লালবাগ, ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি মসজিদ ঘুরে দেখেন, মুসল্লিদের অনেকেই শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছেন না। যদিও তারা মাস্ক পরে নামাজ পড়তে এসেছেন। কিন্তু অনেকেই কাছাকাছি দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

juma-jamat-1

পান্থপথের একটি মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে জুমার নামাজ পড়তে ফুটপাত ও রাস্তায় দাঁড়ান। তাদের অনেককেই কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে বসতে দেখা যায়। অনেকেই ব্যক্তিগত জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন।

রাজধানীর উত্তরার বাসিন্দা শওকত হোসেন পান্থপথে রিডিং টেবিল কিনতে এসেছিলেন। জুমার নামাজ আদায় করতে মসজিদে জায়গা না পেয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে যান।

আলাপকালে তিনি বলেন, রাস্তার এক পাশে তিনি দূরত্ব বজায় রেখেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পান অনেকেই খুব কাছাকাছি দাঁড়িয়ে গেছে। নিরূপায় হয়ে ওই অবস্থায় নামাজ আদায় করেন তিনি।

juma-jamat-2

রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি মসজিদের পরিচালনা কমিটির সদস্য জানান, জুমার নামাজে মুসল্লির সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে। তাই অনেক সময় চাইলেও আগের মতো দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। তবে কেউ মাস্ক ছাড়া মসজিদে আসছেন কি না, সেদিকে খেয়াল রাখছেন তারা। মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের হ্যান্ড স্যানিটাইজারও দেয়া হচ্ছে। জীবানুনাশক দিয়ে ধোয়ামোছা হচ্ছে মসজিদের ফ্লোর।

আজ জুমার নামাজে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করা হয় বলেও জানান তিনি।

এমইউ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।