সিএমএইচ থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৪৬১ করোনা রোগী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৭ জুন ২০২০

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত দুই হাজার ৫৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন বাহিনীতে কর্মরতদের পরিবারের ১৮৮ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জন। আর ১৭ জন মারা গেছেন এখন পর্যন্ত।

রোববার (৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী পরিবারের করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক হাজার ৩১০ জন বিভিন্ন সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) চিকিৎসাধীন। আর এক হাজার ৪৬১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে আবাসস্থলে ফিরে গেছেন। চিকিৎসাধীন অন্যরাও সুস্থ আছেন। তবে এ পর্যন্ত ১৭ জন রোগী মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ১৪ জন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তিনজন কর্মরত সামরিক-অসামরিক সদস্য, যারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং মৃত্যুকালে করোনায় সংক্রমিত হন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সব সদস্য, তাদের পরিবার ও অবসরপ্রাপ্ত সদস্যদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) সব সিএমএইচে মোট ১৩টি ‘আরটি-পিসিআর’ মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুত আছে।

এ পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ১০ হাজার ৩৭৮ জন, কর্মরতদের পরিবারের দুই হাজার ১২০ জন এবং বেসামরিকসহ অন্যান্য চার হাজার ৬৫৩ জন মিলিয়ে মোট ১৭ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রণীত সব স্বাস্থ্য বিধি মেনে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।