করোনা পরীক্ষায় দুটি পিসিআর মেশিন ও ৪০০ কিট দিল ইন্ট্রা গ্রুপ
করোনা পরীক্ষার জন্য সরকারকে দুটি পিসিআর মেশিন এবং তা ব্যবহার করার জন্য ৪০০ টেস্ট কিট দিয়েছেন ইন্ট্রা গ্রুপের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ খান।
সোমবার (১৫ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি এ সময় তার প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নাসিমা সুলতানা বলেন, ‘ইন্ট্রা গ্রুপের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ খান করোনা পরীক্ষার দুটি পিসিআর মেশিন এবং তা ব্যবহার করার জন্য ৪০০ টেস্ট কিট অনুদান হিসেবে দিয়েছেন। এই পিসিআর মেশিন ও কিট আমাদের পরীক্ষাগারে দেখা হবে, আমাদের মেশিন ও কিটের সঙ্গে এগুলো সামঞ্জস্যপূর্ণ হলে অবশ্যই এই মেশিন ও কিট দিয়ে পরীক্ষা করা হবে।’
বর্তমানে দেশে ৬০টি পিসিআর মেশিনে করোনা শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। তার মধ্যে আজকে মোট ৫৮টি মেশিনের ফলাফল তুলে ধরা হয়েছে।
নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।
পিডি/এফআর/এমএস