বাঁশখালীতে লবণ মাঠের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১০ ডিসেম্বর ২০২৪
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশখালী থানার সরল ইউনিয়নের দক্ষিণ সরলচর এলাকার সরকারি জমির লবণ মাঠ দখল নিয়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দক্ষিণ সরল এক নম্বর ওয়ার্ডের আহমদ উল্লার ছেলে জয়নাল আবেদীন (২৮), আবুল হোসেনের ছেলে নেজামুদ্দিন (৩২) মো, নুরুল ইসলামেরর ছেলে সাইফুল ইসলাম (১৭), মো. আলীর ছেলে মো. জাবেদ (২২), বশির আহমেদের ছেলে আব্দুল খালেক (৩৮), মো. লোকমানের ছেলে মো. ইসমাইল (৫০), ফকির আহমেদের ছেলে মো. মিনহাজ (২৫), নেসার উদ্দিনকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরলচর এলাকায় সরকারি জমিতে গড়ে উঠা প্রায় ৪০০ একর লবণ মাঠ দখল নিয়ে স্থানীয় কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে।

সাবেক ইউপি সদস্য মনসুর আহম্মদ বলেন, সরকারি জমি নিয়ে মূলত বিরোধটা হয়েছে। আমি চট্টগ্রাম শহরে আছি। এ বিষয়ে কিছু জানি না।

অন্য গ্রুপের কবির আহমদ জানান, দীর্ঘদিন থেকে এই জায়গাগুলো আমার ভোগ দখলে রয়েছে। উপকূলীয় বন বিভাগ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চিকিৎসক জান্নাতুল ফেরদৌস শশী বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সরলচরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।