‘মাস্ক সাথেই আছে, খুলে পকেটে রেখেছি’

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২১ জুন ২০২০

রাজধানীর শাহবাগ মোড়ে দাঁড়িয়ে মধ্য বয়সী এক ব্যক্তি তুলির আঁচড়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পালনীয় স্বাস্থ্যবিধির বার্তাগুলো লিখছিলেন। সাদা চুনকাম করা দেয়ালে টকটকে লাল রঙে লেখা স্বাস্থ্যবিধিগুলো পথচারীসহ এ পথে গণপরিবহনে যাতায়াতকারী সবার দৃষ্টি আকর্ষণ করছিল।

দুই পাশের দেয়ালে লেখা ছিল, ‘মাস্ক ব্যবহার করুন’, ‘সাবান দিয়ে হাত ধৌত করুন’, ‘নাক, মুখ ও চোখে হাত দেবেন না।’ লক্ষণীয় বিষয় হচ্ছে যিনি সযত্নে তুলির আঁচড়ে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যবিধিগুলো লিখছিলেন তার নিজের মুখেই মাস্ক নেই।

mask2

মুখে মাস্ক নেই কেন? এ প্রতিবেদকের এমন প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে মাসুম মিয়া নামের ওই ব্যক্তি বলেন, ‘মাস্ক সাথেই আছে, মাস্ক পরে কাজ করতে অসুবিধা হচ্ছিল বলে খুলে পকেটে রেখেছি।’

মাসুম মিয়া জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে তিনি টিএসসি-শাহবাগসহ বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যবিধি বার্তাগুলো দেয়ালে লিখছেন। এর মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তোলাই ওয়ার্ড কাউন্সিলরের মূল লক্ষ্য বলে জানান।

mask2

মাসুম মিয়ার মতো অনেকেই করোনাভাইরাস প্রতিরোধে করণীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে জানলেও নানা অজুহাতে তা মানেন না।

গত তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন গণমাধ্যমের প্রধান শিরোনাম দখল করে রয়েছে করোনাভাইরাস। এ ভাইরাস কী, কীভাবে ছড়ায়, এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে কী ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, উপসর্গ কী কী, আক্রান্ত হলে কী করতে হবে, কোথায় যেতে হবে, কী খেতে হবে ইত্যাদি সম্পর্কে প্রতিদিনই কোনো না কোনো গণমাধ্যমে তথ্য উঠে আসছে।

mask2

তাছাড়া স্বাস্থ্য অধিদফতর থেকে প্রতিদিন দুপুরে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলা হয়, আপনার সুরক্ষা আপনার হাতে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। ফলে করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি সম্পর্কে জানেন না এমন লোক খুঁজে পাওয়া দায়।

কিন্তু বাস্তবে স্বাস্থ্যবিধি মানেন কয়জন? জাগো নিউজের এ প্রতিবেদক রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে উঠলেও সবসময় পরে থাকার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। বিশেষ করে একসঙ্গে তরুণ-তরুণীরা মুখে মাস্ক পরলেও অধিকাংশ সময় মুখের নিচে নামিয়ে রাখছেন।

mask2

নিম্নআয়ের মানুষের মধ্যেও মাস্ক পরিধানের অভ্যাস গড়ে উঠলেও তাদের মুখে মাস্ক থাকছে না। ঢাকা সিটি করপোরেশন, ওয়াসা কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হলেও অধিকাংশ স্পটে সাবান থাকছে না। ফলে বিশেষজ্ঞদের পরামর্শ মতো স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না।

এদিকে রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ (২১ জুন) পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৩০৬ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৪৬৪ জনের

এমইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।