করোনায় আক্রান্ত এমপি ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৭ জুন ২০২০

রাউজানের (চট্টগ্রাম-৬) সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। ফারাজ করিম বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

নিজের ফেসবুক পোস্টে ফারাজ লিখেছেন, ‘কিছুক্ষণ আগে জানতে পারলাম আমার করোনা রেজাল্ট পজিটিভ। ডাক্তারের দেওয়া ওষুধ খেলেও আমি ভরসা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর। হতে পারে গত বছর আমার নিউমোনিয়া হওয়ায় এবং বর্তমানে কোভিড-এর কারণে আমার নিঃশ্বাস হালকা ভারী হয়ে উঠেছে। বর্তমানে আমি পুরোপুরি একা আছি।’

‘আইসোলেশন সেন্টারের কার্যক্রম পরিপূর্ণভাবে করার লক্ষ্যে সব কিছু আমি ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করবো। আমার জন্য চিন্তা করবেন না। তবে হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন। যারা আল্লাহর ওপর ভরসা করে নিশ্চয়ই আল্লাহ তাদের জন্য যথেষ্ট।’

প্রসঙ্গত, করোনা উপসর্গের কারণে মাস খানেক ধরে আইসোলেশনে আছেন এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী।

আবু আজাদ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।