পুলিশকে সুরক্ষা সামগ্রী দিল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৮ জুলাই ২০২০

করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছে মার্কিন দূতাবাস।

usa0

বুধবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পুলিশ সদর দফতরে আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। আইজিপি এ ধরনের উদ্যোগের জন্য মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।

usa0

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে-ে পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটার ইত্যাদি।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।