মাসের ব্যবধানে চট্টগ্রামে মৃত্যু বেড়েছে দ্বিগুণেরও বেশি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এক মাস আগে গত ১০ জুন চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা ছিল ২৬৭ জন। এক মাসের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭০ জনে। শতাংশের হিসাবে বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৩২ গুণ।
সর্বশেষ গত দু’দিনে (৯ ও ১০ জুলাই) রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে মৃতের সংখ্যা ছিল ১২ জন করে ২৪ জন। একই সময়ে চট্টগ্রাম বিভাগে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ১৪ ও ১৭ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ ১০ জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য মতে, মাত্র এক মাস আগে গত ১০ জুন রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩০৭ জন, ঢাকা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৩৮ জন।
এক মাসের ব্যবধানে আজ ১০ জুলাই করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ জনে।
এর মধ্যে রাজধানী ঢাকায় ৫৫৯ জন, ঢাকা বিভাগে ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগের ৬২০ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ১১৩ জন, বরিশাল বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৯৬ জন।
এমইউ/এমএফ/পিআর