২৪ ঘণ্টায় কোন বিভাগে কত রোগী সুস্থ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০২ আগস্ট ২০২০

দেশের আট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোট ৫৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ৮১ জন, বরিশাল বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৬১ জন এবং ময়মনসিংহ বিভাগের পাঁচজন সুস্থ হন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কোনো রোগী সুস্থ হননি।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ২১৩টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮৫৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৬ হাজার ১১০ জন।

এমইউ/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।