করোনার ব্রিফিংয়ে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৬ আগস্ট ২০২০

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়েছেন নতুন উপস্থাপক। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অধীনস্থ নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ বুলেটিন উপস্থাপন করেন।

দেশে করোনা সংক্রমণের পর থেকে নিয়মিত সংবাদ সম্মেলন ও ব্রিফিং করে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুলেটিন উপস্থাপন করতেন।

মাঝে মধ্যে এতে যোগ দিতেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুরুর দিকে আইইডিসিআর পরিচালক ও স্বাস্থ্যমন্ত্রীই করোনার তথ্য তুলে ধরতেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও যুক্ত হতেন। একপর্যায়ে বুলেটিন উপস্থাপন শুরু করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। তিনি সবচেয়ে বেশি সময় ধরে করোনা বুলেটিন উপস্থাপন করছিলেন। এমনকি ঈদুল ফিতর ও আজহার দিনেও ব্রিফিং থেকে বিরত ছিলেন না। এ অবস্থায় এই প্রথম ব্রিফিংয়ে আজকে নতুন মুখ বায়েজিদ খুরশীদ রিয়াজকে দেখা গেল।

পিডি/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।