রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাবুদ্দিন বেপারী (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহাবুদ্দিনের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ভোজেশ্বর গ্রামে। বর্তমানে সাদ্দাম মার্কেটের পেছনে তুষারধারা এলাকায় পরিবার নিয়ে একটি টিনশেড বাড়িতে থাকতেন।
নিহতের ছেলে টুটুল হোসেন জানান, জয় কালী মন্দির এলাকায় একটি মানিব্যাগ কারখানায় কাজ করতেন শাহাবুদ্দিন ব্যাপারী। রাত ১১টার দিকে কারখানা থেকে বাসায় ফেরার পথে সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় রাত সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল কুমার দাস জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে।
এমএসএইচ/এমএস