করোনায় কোন বিভাগে কত রোগীর মৃত্যু
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৪ আগস্ট পর্যন্ত এ ভাইরাসের রোগী শনাক্তে সর্বমোট ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনের শনাক্ত হয়।
গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে রোগীর মৃত্যু হয়। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী ৩ হাজার ৫৯১ জনের মধ্যে পুরুষ মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৪১ জন (৭৯ দশমিক ১১ শতাংশ) এবং নারী ৭৫০ জন (২০ দশমিক ৮৯ শতাংশ)।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় মৃত মোট ৩ হাজার ৫৯১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭১৮ জন (৪৭ দশমিক ৮৪ শতাংশ), চট্টগ্রাম বিভাগের ৮২৭ জন (২৩ দশমিক ০৩ শতাংশ), রংপুর বিভাগে ১৪৫ জন (৪ দশমিক ০৪ শতাংশ), সিলেট বিভাগে ১৭০ জন (৪ দশমিক ৭৩ শতাংশ), খুলনা বিভাগে ২৭৯ জন (৭ দশমিক ৭৭ শতাংশ), রাজশাহী বিভাগে ২৩৩ জন (৬ দশমিক ৪৯ শতাংশ) বরিশাল বিভাগে ১৩৯ জন (৩ দশমিক ৮৭ শতাংশ) এবং ময়মনসিংহে ৮০ জন (২ দশমিক ২৩ শতাংশ) রয়েছেন।
বিভাগ অনুযায়ী পরিসংখ্যান অনুসারে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে দুইজন, খুলনা বিভাগে একজন, রাজশাহী বিভাগে চারজন এবং বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।
এমইউ/এমআরএম/পিআর