প্রাণচাঞ্চল্য ফিরেছে রাতের ঢাকায়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২০ আগস্ট ২০২০

মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে রাজধানীর বাসিন্দাদের জীবনযাত্রা ক্রমেই স্বাভাবিক হচ্ছে। করোনার আগের সময়ের মতো রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে ভোর থেকে রাত পর্যন্ত সরব হয়ে উঠছে নগরী। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই মানুষ ও সব ধরনের যানবাহনের ভিড় বাড়ছে।

কেউ স্বাস্থ্যবিধি মেনে (মুখে মাস্ক, হাতে গ্লাভস, স্যানিটাইজার ব্যবহার) কেউ আবার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঘরের বাইরে অফিস আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ছুটে চলছেন। সবার এক কথা, করোনার ভয়ে আর কতদিন ঘরে থাকা যায়? জীবন ও জীবিকার তাগিদে সবাই করোনা ঝুঁকি নিয়েই স্বাভাবিক জীবনযাপনে ফিরছে। রাস্তাঘাটে আগের মতো যানবাহনের চাপ বাড়ায় যানজট তৈরি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে আগের মতো ব্যস্ত হচ্ছে ট্রাফিক পুলিশ ।

jagonews24

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনের মতো রাতেও নগরীর বিভিন্ন এলাকা সরব থাকছে। বেশকিছু প্রধান প্রধান সড়কে ছোট-বড় বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশাকে দ্রুত বেগে ছুটে চলতে দেখা যায়। বিভিন্ন রিকশার লেনেও যানজট লেগে থাকতে দেখা যায়।

মাসখানেক আগেও রাস্তাঘাটে যানবাহন ও মানুষের সংখ্যা ছিল খুবই কম। যারা বাইরে বের হতেন তারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ভয়ে ভয়ে পথ চলতে দেখা যেত। রমজানের ঈদের আগে বিভিন্ন মার্কেট ও শপিংমল খুলে দেয়া হলেও ক্রেতার দেখা মিলত না। কিন্তু এখন মানুষের মধ্যে করোনাভীতি কেটে গেছে।

jagonews24

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না। এ অবস্থায় জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে মানুষকে ঝুঁকি নিয়েই স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে হবে। এক্ষেত্রে সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রয়োজনে মাস্ক পরিধানে মানুষকে বাধ্য করতে হবে।

jagonews24

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছে না। অনেকেই মুখে মাস্ক না পরেই চলাচল করছে। গণপরিবহনগুলোতে শুরুর দিকে স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে ভেতরে তোলা হলেও এখন আর সেভাবে জীবাণুনাশক ছিটিয়ে তোলা হচ্ছে না।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।