ভারতের পাঁচ শহরে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৪ আগস্ট ২০২০

ভারতের বেঙ্গালুরু, কোচি, দিল্লি, মুম্বাই ও থিরুভানাথাপুরাম শহরে বিশেষ প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ জাতীয় অনেকগুলো ফ্লাইট পরিচালিত হবে।

করোনা মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটতে পড়া ভারতীয় নাগরিক এবং ভারতে আটকে পড়া আমিরাতের নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে সাময়িকভাবে এই সেবা প্রদান করা হচ্ছে।

সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে পরিচালিত ফ্লাইটগুলোতে আমিরাতে আটকে পড়া শুধু ভারতীয়রাই দুবাই থেকে ভ্রমণের সুযোগ পাবেন। www.emirates.com ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।

ভারত থেকে দুবাই ফিরতে ইচ্ছুক আমিরাতের নাগরিকদের জন্য নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। দুবাইগামী বা ট্রানজিটধারী সকলের জন্য কোভিড-১৯ পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

এমিরেটস বর্তমানে বাংলাদেশ থেকে সাতটি নিয়মিত সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে।

এআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।