প্রতি ঘণ্টায় সুস্থ হচ্ছেন ১৩৬ করোনা রোগী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৭ আগস্ট ২০২০

দেশের বিভিন্ন বিভাগে প্রতি ঘণ্টায় ১৩৬ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। ঢাকা বিভাগে প্রতি ঘণ্টায় গড়ে সর্বোচ্চ ৬৮ এবং ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন প্রতি ঘণ্টায় গড়ে দুই জনের কিছু বেশি করোনা রোগী সুস্থ হয়ে ওঠছেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সর্বমোট তিন হাজার ২৭৫ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ১১ জন। এদের মধ্যে হাসপাতালে ৪২ ও বাড়িতে তিনজন মারা যান। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ১২৭ জনে।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১২৪ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৩৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ চার হাজার ৫৮৩ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮৫ জনে।

এমইউ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।