২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যায়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৫ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৮২৩ জনে। মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় চারজন ও সিলেটের একজন রয়েছেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জনের। ২৪ ঘণ্টায় মোট রোগী সুস্থ হয় ২ হাজার ৩৭৫ জন। আর করোনা রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ।

দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় সর্বাধিক রোগী সুস্থ হয়ে উঠেছে। এ বিভাগে ৯৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছে। একই সময়ে সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ১৪ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা অন্যান্য বিভাগের রোগীদের মধ্যে চট্টগ্রামে ৪৭১ জন, রংপুরে ১৪৮ জন, খুলনায় ২৭৯, বরিশাল বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ২৯৫ জন ও সিলেট বিভাগে ১৬৪ জন রয়েছেন।

এমইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।