প্রবাসীদের সৌদি ফেরাতে বিমানের ১২ বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশে এসে আটকেপড়া সৌদি প্রবাসীদের ফেরাতে ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্লাইটগুলো নিশ্চিত করেছে সংস্থাটি।

বিমান কর্তৃপক্ষ জানায়, গত ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যেসব প্রবাসী দেশে এসে আর ফিরে যেতে পারেননি, তাদের জন্য বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে। ফ্লাইটগুলোর মধ্যে ৫টি জেদ্দা, ৪টি রিয়াদ ও ৩টি দাম্মামে যাবে।

jagonews24

এর বাইরে আগামী ১ অক্টোবর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট (সপ্তাহে ৮টি) চলবে। ফ্লাইট শিডিউলে দেয়া তারিখ ব্যতীত অন্য তারিখের ও গন্তব্যের যাত্রীদের বিমান কার্যালয়ের বাইরে ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

jagonews24

উল্লেখ্য, সৌদি যেতে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। তাই সকল যাত্রীকে ঢাকা থেকে করোনাভাইরাস পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

এআর/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।