বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৬ নভেম্বর ২০২০

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত হয়েছে। আগামী ২৯ নভেম্বর ঢাকায় এই বৈঠক হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) দেওয়ান মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৈঠকটি হচ্ছে না, তারা আসছেন না।’

কী কারণে তারা আসছেন না- জানতে চাইলে এ সচিব বলেন, ‘ডিউ টু কোভিড’ (করোনা কারণে) এমনটিই জানিয়েছে তারা (ভারত)।’

ভারতের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আগামী ২৯ নভেম্বর বাংলাদেশের সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ১৬ ডিসেম্বর বা ১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে প্রস্তুতি হিসেবে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক হওয়ার কথা ছিল।

আরএমএম/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।