করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ২৮ লাখ ছাড়াল
গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দেখা দিলেও গত মার্চ থেকেই দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এ ১০ মাসে (মার্চ-ডিসেম্বর) দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২৮ লাখ ছাড়াল।
প্রথমদিকে সীমিত পরিসরে শুধুমাত্র স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা শুরু হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ল্যাবরেটরির সংখ্যা বাড়তে থাকে।
গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৮৮৪টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ চার হাজার ১৭৪টি।
এ সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও দুই হাজার ১৯৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১৩ জন। মৃত ৩৮ জনের মধ্যে একজন বাদে সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭১৩ জনে।
এমইউ/জেএইচ/এমকেএইচ