নভেম্বরে মজুরি হারও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০২ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

চলতি বছরের নভেম্বরে মজুরির হার কিছুটা বেড়েছে। মাসটিতে জাতীয় পর্যায়ে মজুরির হার বেড়ে হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। অক্টোবরে যা ছিল ৬ দশমিক ০৩ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্য ও মজুরি পরিসংখ্যান শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

মজুরির হার হ্রাস-বৃদ্ধি পর্যালোচনায় বিবিএস বলছে, কৃষি খাতের শস্য কাটা শ্রমিক, নিড়ানি শ্রমিক, শিল্প খাতের চালের মিলে কর্মরত শ্রমিকদের মজুরি অক্টোবরের তুলনায় নভেম্বরে সামান্য বেড়েছে।

নভেম্বরে তিনটি বৃহৎ খাতে (কৃষি, শিল্প, সেবা) মজুরি হার হয়েছে যথাক্রমে ৬ দশমিক ৩৪, ৫ দশমিক ৫২ ও ৬ দশমিক ১১ ভাগ; যা অক্টোবরে ছিল ৬ দশমিক ২৪, ৫ দশমিক ৫১ ও ৬ দশমিক ০৫ ভাগ।

পিডি/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।