রাজধানীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২২ জানুয়ারি ২০২১
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল। গ্রেফতার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ৭টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার এই দুই ব্যক্তি হলেন- মো. মামুন ভূঁইয়া (৩৪) ও মো. আফজাল হোসেন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, যাত্রাবাড়ীর গোলাপবাগ বিশ্বরোডের পাশে একটি মুদি দোকানের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল বিক্রির জন্য অপেক্ষা করছিল। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।