সাংবাদিক আফজালের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২২ জানুয়ারি ২০২১

ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) দফতর সম্পাদক ও চ্যানেল নাইনের সাবেক সাংবাদিক আফজাল মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (২২ জানুয়ারি) এক শোক বার্তায় ডিএনসিসি মেয়র বলেন, আফজাল মোহাম্মদ বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করতেন। তার করা বিভিন্ন প্রতিবেদনে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটত। তিনি রাজধানীর বিভিন্ন নাগরিক সেবা সংশ্লিষ্ট নানাবিধ ইস্যুও গণমাধ্যমে প্রতিফলন ঘটিয়েছেন। তার অকালমৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শোক বার্তায় ডিএনসিসি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আফজাল মোহাম্মদ মারা যান।

এমএমএ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।