চার মাসে যুক্তরাজ্যফেরত ৪২৫১ জন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৮ মার্চ ২০২১

করোনা সংক্রমণরোধে সরকার গত ৫ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশনা জারি করে। এ নির্দেশনা জারির পর থেকে ২৮ মার্চ পর্যন্ত সর্বমোট চার হাজার ২৫১ জন যাত্রী যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন। তাদের সবাইকে সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার বা নির্ধারিত আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথমদিকে ১৫ দিনের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা থাকলেও বর্তমানে তা কমিয়ে সাত দিন করা হয়েছে। সাত দিন পর করোনার নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসলে তাদের বাড়ি যেতে দেয়া হচ্ছে।

সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মেনেই প্রায় প্রতিদিনই যুক্তরাজ্য থেকে যাত্রীরা ফিরছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বমোট ৩২টি ফ্লাইটে চার হাজার ৩৫৭ জন যাত্রী দেশে এসেছেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের ২০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তারা সকলেই যুক্তরাজ্যফেরত।

এ ২০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও অন্যান্য যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

সূত্র জানায়, সাতটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে দুবাই হয়ে আগত ইকে ৫৮২ ফ্লাইটে পাঁচজন, কাতারের দোহা হয়ে আগত কিউআর-৬৪০ ফ্লাইটে দুইজন, কিউআর ৬৩৬ ফ্লাইটে ১ জন, কিউআর-৬৩৮ ফ্লাইটে তিনজন; বাহরাইন হয়ে আগত জিএফ-২৫০ ফ্লাইটে একজন, আবুধাবি হয়ে আগত ইকে-২৪০ ফ্লাইটে পাঁচজন, ও ইস্তাম্বুল হয়ে আগত ইকে-৭১২ ফ্লাইটের তিনজন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এমইউ/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।