সস্ত্রীক টিকার দ্বিতীয় ডোজ নিলেন বস্ত্র ও পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৮ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র স্ত্রী হাসিনা গাজীকে সঙ্গে নিয়ে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তারা টিকার দ্বিতীয় ডোজ নেন।

এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ এখনও টিকা পায়নি। সেখানে বাংলাদেশে আমরা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করছি।

তিনি বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনএইচ/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।