না ফেরার দেশে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৩ এপ্রিল ২০২১

শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা গেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন (৭০)।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাহাব উদ্দিন মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের মৃত হাফেজ আহমদের ছেলে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ সাহাব উদ্দিনের করোনা শনাক্ত হয়। এরপর হাসপাতালে কিছুদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হলে বাসায় ফিরে যায়।

সম্প্রতি তার আবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে গত ২০ এপ্রিল করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী।

মিজানুর রহমান/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।