কর্মহীন মোটর মেকানিকদের ত্রাণ ও রেশন প্রদানের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৫ এপ্রিল ২০২১

করোনা মহামারির কারণে লকডাউনে কর্মহীন ও অসহায় মোটর মেকানিকদের ত্রাণ ও রেশন প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশন।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

বিবৃতিতে আনোয়ার হোসেন খোকন বলেন, এই করোনাকালীন মোটর মেকানিকদের পাশে কেউ দাঁড়ায়নি। লকডাউনের এই সময়ে তারা কর্মহীন হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। তাদের সুনির্দিষ্ট বেতন নেই। বেশির ভাগই দৈনিক রোজগার করে দিন আনে দিন খায় পদ্ধতিতে জীবনধারণ করে।

তিনি কর্মহীন এসব মোটর মেকানিকের সহযোগিতায় ত্রাণ ও নামমাত্র মূল্যে রেশন বিতরণের জোর দাবি জানান।

এইচএস/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।