দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ১২ হাজার ৩১৩ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০১ জুন ২০২১

দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।মঙ্গলবার (১ জুন) দেশের আট বিভাগে ১২ হাজার ৩১৩ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৩৮৫ জন ও নারী চার হাজার ৯২৮ জন।

এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৮৬ হাজার ২৪৩ জনে। তাদের মধ্যে পুরুষ ২৬ লাখ ৭৫ হাজার ৬৭০ জন। আর নারী ১৫ লাখ ১০ হাজার ৫৭৩ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে গত ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজের টিকা প্রদান বন্ধ রয়েছে। এর আগ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন। আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। টিকা নিতে ইচ্ছুক মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয় হাজার ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১৯ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৮৬৬ জন, রাজশাহী বিভাগে এক হাজার ৪৭৫ জন, রংপুর বিভাগে ৬৮৯ জন, খুলনা বিভাগে ১১০ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন এবং সিলেট বিভাগে ২০১ জন টিকা নেন।

এমইউ/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।