একদিনে ঢাকার চেয়ে খুলনায় দ্বিগুণ মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৫ ও নারী ১৮ জন। মৃতদের মধ্যে খুলনা বিভাগের সর্বোচ্চ ২০ জন। যা একদিনে ঢাকা বিভাগে মৃত্যুর দ্বিগুণ।
বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ৬৩ জনের মধ্যে খুলনা বিভাগের ২০ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, ঢাকা বিভাগের ১০ জন, বরিশালে তিনজন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’জন করে।
পরিসংখ্যান অনুযায়ী- ২০২০ সালের ১৮ মার্চ থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট ১৩ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে মোট ৭ হাজার ৩৩১ জন (৫৪ দশমিক ৯৩ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৫৫৭ জনের (১৯ দশমিক শূণ্য ১৬ শতাংশ), রাজশাহীতে ৮৩৭ জন (ছয় দশমিক ২৭ শতাংশ), খুলনায় ৯২৩ জন (ছয় দশমিক শূণ্য ৯২ শতাংশ), বরিশালে ৩৯৯ জন (দুই দশমিক ৯৯ শতাংশ), সিলেটে ৪৯৬ জন (তিন দশমিক শূণ্য ৭২ শতাংশ), রংপুরে ৫২৩ জন (তিন দশমিক ৯২ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ২৭৯ জনের (দুই দশমিক ৯ শতাংশ) মৃত্যু হয়।
এমইউ/এএএইচ/জিকেএস