ভারতীয় নতুন মাদক ‘ইস্কাফ’সহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২৫ জুন ২০২১
প্রতীকী ছবি

রাজধানীতে ভারতীয় নতুন মাদক ইস্কাফসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় নতুন মাদক ইস্কাফ জব্দ করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

শুক্রবার (২৫ জুন) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, ‘রাজধানীতে অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় নতুন মাদক ইস্কাফসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে আগামীকাল শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

টিটি/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।