করোনায় মারা গেলেন ইসি কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৫ জুলাই ২০২১

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৫ জুলাই) ঢাকায় মারা যান তিনি। নির্বাচন কমিশনের যুগ্মসচিব আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসরাইল হোসেনের মৃত্যুতে নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করেছে। ইসরাইল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি মারা যান।

করোনা আক্রান্ত হওয়ার সময় তিনি সিলেট-৩ আসনের রিটার্নিং অফিসার ছিলেন। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আগে ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও উপ-সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

সিলেট-৩ আসনে রিটার্নিং অফিসারের দায়িত্বপালন করা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। পরবর্তীতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এইচএস/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।