বয়স্কদের মৃত্যু বেশি, টিকা নিয়েছেন কম : স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:০২ পিএম, ০২ আগস্ট ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বয়স্করা বেশি সংখ্যায় মারা যাচ্ছেন। কিন্তু টিকা নেয়ার হার তাদের মধ্যে কম। আগামী ৭-১২ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশে পরিচালিত টিকাদান কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে গ্রামে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত টিকা দেয়া হবে। এক্ষেত্রে বয়স্কদের প্রতি অধিক নজর দেয়া হবে। কারণ তাদের মৃত্যুহার বেশি এবং তারা টিকাও কম নিয়েছেন।’

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আজ সোমবার (২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা গ্রামে টিকা দেয়ার ব্যবস্থা করেছি। সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচিতে প্রায় ১৪ হাজার সেন্টারের মাধ্যমে সারা দেশে টিকা দেয়া হবে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে এক কোটি টিকা দিতে পারব বলে আশা করছি। আগামীতেও টিকাপ্রাপ্তি সাপেক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে টিকা পাওয়ার ব্যাপারে আলোচনা চলছে। আমরা যেভাবে টিকা পাচ্ছি, প্রতিশ্রুতি পাচ্ছে তাতে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারব।’

এমইউ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।