করোনায় ৪৭ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু কমছে। প্রায় এক সপ্তাহ ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫৯ জন মারা গেছেন। একদিনে মৃত্যুর হিসাবে এই সংখ্যা ৪৭ দিন অর্থাৎ দেড় মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।

চলতি বছরের ৪ জুলাই একদিনে এর চেয়ে কম মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওইদিন ১৫৩ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃত ১৫৯ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৮৭৮ জনে।

এর আগে গতকাল বুধবার (১৮ আগস্ট) ২৪ ঘণ্টায় মারা যান ১৭২ জন। তার আগের দিন ১৭ আগস্ট ১৯৮ জন মারা যান। এছাড়া গত ১৬ আগস্ট ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়।

এদিকে, নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ছয় হাজার ৫৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

এর আগে গতকাল বুধবার (১৮ আগস্ট) একদিনে নতুন করে সাত হাজার ২৪৮ জন করোনা রোগী শনাক্ত হন। তার আগের দিন ১৭ আগস্ট শনাক্ত হয় সাত হাজার ৫৩৫ জন। এছাড়া গত ১৬ আগস্ট ২৪ ঘণ্টায় ছয় হাজার ৯৫৯ জন রোগী শনাক্ত হয়। সেই হিসেবে শনাক্ত রোগীর সংখ্যাও কমছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৭২১টি ল্যাবরেটরিতে ৩৭ হাজার ৪২৯টি নমুনা সংগ্রহ করা হয়। তবে নমুনা পরীক্ষা করা ৩৭ হাজার ২২৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৯১ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ হাজার ১৫৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫৯ জনের মধ্যে ১০ বছরের কম বয়সী একজন, দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ২০ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৫ জন, ষাটোর্ধ্ব ৮৬ জন মারা যান।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৫০ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ১২ জন, বরিশালে ১০ জন, সিলেটে ২৩ জন, রংপুরে আটজন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।