সাবেক যুবলীগ নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

একদিকে মুখে জয়বাংলা স্লোগান, অন্যদিকে ছুড়ছেন গুলি। একই সময়ে সদলবলে রাস্তাও অবরোধ করছেন। এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার। গুলি ছোড়া ব্যক্তির নাম মো. গিয়াস উদ্দিন ওরফে সুজন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য। তার হাতে থাকা অস্ত্রটি বৈধ নাকি অবৈধ সেটি নিয়েও উঠেছে প্রশ্ন।

জানা যায়, গত ৩০ আগস্ট উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক সভার আয়োজন করা হয়। ওই শোক সভায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষের জের ধরে গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। অবরোধের সময় রাস্তায় আগুন দেয়া হয়। একই সময়ে অস্ত্র উঁচিয়ে গিয়াস উদ্দিনকে গুলি করতে দেখা যায়।

এ ঘটনায় চন্দনাইশ থানায় দুটি পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। গিয়াস উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় ১০ জনকে। অন্যদিকে মো. আবুল ফয়সাল নামে এক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনকে এক নম্বর আসামি করে ২১ জনের নামে পাল্টা মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনকে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঘটনার দিন রাতে তিনি জাগো নিউজকে বলেছিলেন, ‘ছাত্রলীগের পদ পাওয়া ও পদবঞ্চিত নেতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গুলাগুলির কোনো ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, ‘গুলি ছোড়ার বিষয়টি আমরা অবগত রয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

মিজানুর রহমান/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।