করোনা মোকাবিলায় কাজ করবে কেয়া কসমেটিকস

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালক
করোনা মোকাবিলায় সরকারের সঙ্গে কাজ করবে কেয়া কসমেটিকস লিমিটেড। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান কোম্পানিটির পরিচালক এম মিরাজ হোসেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এই মতবিনিময় হয়।
কেয়া কসমেটিকস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় দেশের সার্বিক করোনা পরিস্থিতি এবং সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান এম মিরাজ হোসেন।
এসময় মন্ত্রী বরাবরের মতো মহামারি মোকাবিলায় একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
জেডএইচ/জেআইএম