চাকরি রক্ষায় মৎস্য অধিদপ্তরের কর্মচারীদের অনশন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৪ জুন ২০২২

চাকরি রক্ষায় অনশন কর্মসূচি পালন করছেন মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্পের ৫১২ জন কর্মচারী। গত ২৯ মে থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা।

শনিবার (৪ জুন) সকাল থেকে শুরু মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মীরা।

তারা বলেন, এ প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছেন তারা। ৫০০ জন ক্ষেত্রসহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন। এই দক্ষ জনশক্তিকে রাজস্বখাতে স্থানান্তরের সহায়ক সব পরিপত্র থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদপ্তরের যথাযথ পদক্ষেপের অভাবে বাস্তবায়ন হচ্ছে না।

এ অবস্থায় এসব দক্ষ জনবল রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান তারা। প্রকল্পের মেয়াদ ৩০ জুন শেষ হচ্ছে। প্রকল্প শেষ হলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হবে। বেকার হবে দক্ষ জনবল।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সুমন হোসেন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রকিবুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন সরকার ও রংপুর বিভাগের সভাপতি মনোয়ারা আক্তার।

এএএম/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।