ফায়ার ফাইটার গাউসুলের জানাজা সম্পন্ন, বাড়ির পথে মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১২ জুন ২০২২

বিএম কনটেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে কেমিক্যাল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার গাউসুল আজমের জানাজা সম্পন্ন হয়ছে। জানাজা শেষে মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি যশোরের মণিরামপুরে। সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

রোববার (১২ জুন) বিকেল ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ ফায়ার ফাইটারের মৃত্যু হয়।

jagonews24

জানাজায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, উপ-সচিব জাহিদুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্য এবং ফায়ার সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ফায়ার ফাইটার গাউসুল আজমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি মরহুমের উদ্দেশে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন পর্বে অংশ নেন। শ্রদ্ধা জানানো শেষে গাউসুল আজমের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। এরপর পরিবারের পক্ষ থেকে মরহুমের ভগ্নিপতি মিজানুর রহমান সংক্ষেপে বক্তব্য দেন এবং সবার কাছে মরহুমের জন্য দোয়া চান।

jagonews24

জানাজা শেষে সীতাকুণ্ডের অগ্নিদুর্ঘটনায় মারা যাওয়া অন্য ৯ জন ফায়ার ফাইটারসহ নিহত সবার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গত ৪ জুন দিবাগত রাতে সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক।

এএএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।