জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান, ১৭৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০২ আগস্ট ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর ও আলীনগরে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে ১৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৭০০ একর জায়গা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। অভিযানে আলীনগরে সরকারি জমিতে সন্ত্রাসী ইয়াসিনের অফিস, ঘর ও তার বিশেষ টর্চার সেল গুঁড়িয়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত জায়গায় জঙ্গল সলিমপুরে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের আওতায় বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস; চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্পোর্টস ভিলেজ, সাফারি ও ইকোপার্ক, র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান, ১৭৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা এবং তানভীর চৌধুরী, সীতাকুণ্ড অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।