টংগিবাড়ী-লৌহজং ফায়ার স্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৩ আগস্ট ২০২২

মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী ও লৌহজং উপজেলা ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে টংগিবাড়ী ফায়ার স্টেশনের রেপ্লিকা ও লৌহজং ফায়ার স্টেশনের নামফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বেলুন উড়িয়ে ফায়ার স্টেশন দুটির উদ্বোধন করেন তিনি।

নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের অংশ হিসেবে এ দুটি স্টেশনের উদ্বোধন করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টংগিবাড়ী-লৌহজং ফায়ার স্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার দুপুর আড়াইটায় লৌহজং উপজেলা ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ফায়ার সার্ভিসের ২১ জন চৌকস অগ্নিসেনার একটি কনটিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে।

টংগিবাড়ী-লৌহজং ফায়ার স্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) মোসাম্মৎ শাহানারা খাতুন, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল, মুন্সিগঞ্জ জেলার এসপি, ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক ও লৌহজংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

এমপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।