আইয়ুব ইয়াহিয়ার সুরে হারমনিয়াম বাজাচ্ছেন প্রধানমন্ত্রী : নোমান


প্রকাশিত: ১০:০৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

আইয়ুব-ইয়াহিয়ার সুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন হারমনিয়াম বাজাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে হামলা ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে করা মিথ্যা  মামলা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

নোমান বলেন, সরকার গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়নের কথা বলছে। স্বৈরাচাররা এটি বলে। তারা ক্ষমতায় এসেই বলে, দেশে কোনো উন্নয়ন হয়নি, সুতরাং উন্নয়নই এখন সবচেয়ে বেশি জরুরি। এটি আইয়ুব-ইয়াহিয়া-এরশাদের সুর। সেই সুরেই এখন শেখ হাসিনা হারমনিয়াম বাজাচ্ছেন।

তিনি বলেন, দেশে দুর্দিন চলছে। অর্থনৈতিকভাবে দেশের অবস্থা অত্যন্ত নাজুক। সর্বত্র লুটপাট চলছে। পাশাপাশি দুর্নীতিতে ছেয়ে গেছে সর্বত্র।  

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এলাকায় দুর্নীতিমুক্তভাবে উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে এমপিদেরকে  নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি এমপিদের সতর্কও করেছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকারের এমপিরাই দুর্নীতি-লুটপাট করছে। তারা রাস্তার নির্মাণের টাকা আত্মসাৎ করছে।প্রয়োজনে পুলিশকে, প্রশাসনের লোকদের গায়ে হাত দিচ্ছে। তাদের জন্য কোনো আইনই নেই। অপরেদিকে,  বেআইনিভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর মামলা-নির্যাতন চালানো হচ্ছে।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক কাজী রফিকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, যুবদল সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল খালেক,  ফজলুর রহমান প্রমুখ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।