৩৬ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হন্তান্তর


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়ে আটক শিশুসহ ৩৬ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালি, দৌলতপুর ও সাদীপুর সীমান্ত দিয়ে এদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে পুটখালি দিয়ে ২২ জন, দৌলতপুর দিয়ে ৯ জন ও সাদীপুর দিয়ে ৫জনকে হস্তান্তর করে বিএসএফ।
 
পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম আহম্মেদ জানান, ভালো কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার পর সে দেশের বিএসএফের হাতে আটক হয় এসব বাংলাদেশি। পরে বিজিবির সঙ্গে কথা বলে এদের জেলহাজতে না পাঠিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

জামাল হোসেন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।