অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

অতিরিক্ত টিউশন ফি আদায়ের প্রতিবাদে শিক্ষাবিদ ও বিশিষ্টজনরা বিবৃতি দিয়েছেন। সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে স্মারকলিপিটি তার হাতে তুলে দিয়েছেন। পরে শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে নিয়ে ব্রিফিং করেন। এসময়  বিবৃতি সাংবাদিকদের পড়ে শোনান আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

বিবৃতিতে বলা হয়, বেসরকারি অনেক স্কুল বছরের শুরুতে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন, ভর্তি ফি আদায় করছে। বেশ কয়েকটি স্কুলে ৭০ থেকে ১০০ শতাংশ ফি বাড়ানোর ফলে অভিভাবকদের ওপর বাড়তি বোঝা ও অনভিপ্রেত চাপের সৃষ্টি হয়েছে। সরকারি নীতিমালার বাইরে বেতন ও ভর্তি ফি বৃদ্ধির এই ঘটনা ক্রমাগত অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। মূল ধারার শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অযৌক্তিক ভর্তি ফি ও বেতন বৃদ্ধি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সরকারি নীতিমালা অমান্য এবং শিক্ষার্থী-অভিভাবকদের জিম্মি করে এ ধরনের চাপ সৃষ্টি করা অন্যায়।  

অতিরিক্ত ফি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, একদিকে অভিভাবকরা রাস্তায় নেমেছেন, অন্যদিকে প্রতিষ্ঠানের অনমনীয় মনোভাবের কারণে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যা মোটেই কাম্য নয়। আশা করছি, শিক্ষা মন্ত্রণালয় ও দফতরগুলো আদালতের নির্দেশনার আলোকে এই অনৈতিক ও বৈষম্যমূলক প্রয়াস বন্ধে আশু পদক্ষেপ গ্রহণ করবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন- ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম চৌধুরী ও ড. মনজুর আহমেদ, শিক্ষাবিদ ড. কাজী খলীকুজ্জমান, নজরুল ইসলাম, সেলিনা হোসেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুসহ ২৮ শিক্ষাবিদ।

এনএম/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।