আন্তর্জাতিক সম্মেলনে টানা তিনবার প্রথম পুরস্কার পেলো শাবিপ্রবি


প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত “Biotechnology for Sustainable Development” শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলনে প্রথম পুরস্কার পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ৫-৬ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শাবিপ্রবির প্রতিনিধিত্বকারী দল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম পুরস্কার অর্জন করে। প্রতিনিধিত্বকারী দলের নেতা ও জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গবেষণা দলটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আশরাফুল জাহান এবং একই বিভাগ থেকে স্নাতোকত্তর শেষ করা শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসাইন, মো. মহসিন রানা ও আতিয়া ফেরদৌস।

শাবিপ্রবির দলটি “Production of Microbial Lipids by Lipomyces starkeyi Using Residual Biomass of Agro-industrial and Municipal Solid Wastes for Biodiesel Synthesis” শীর্ষক গবেষণা সারপত্রভিত্তিক পোস্টারটি উক্ত পুরস্কার লাভ করে।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর একই স্থানে অনুষ্ঠিত “বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস” কর্তৃক আয়োজিত “Microbes for Benefit of the Society” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্যবিষয়ক পোস্টার প্রেজেন্টেশনে অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং তার গবেষণা দল “Multidrug Resistance Phenotypes and Efflux Mechanism of Escherichia coli Isolates Causing Urinary Tract Infections” শীর্ষক গবেষণা পোস্টার প্রথম পুরস্কার অর্জন করে।

একই বছরের ৯-১০ জানুয়ারি অনুষ্ঠিত গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস’’(GNOBB) কর্তৃক আয়োজিত ‘International Conference of Biotechnology in Health and Agriculture’ শীর্ষক আরেকটি আন্তর্জাতিক সম্মেলনেও শাবির জিইবি বিভাগের এই অধ্যাপকের গবেষণা দল ‘Production of Microbial lipids for Biodiesel Synthesis and Industrially Important Enzymes from Organic Municipal Solid Wastes’ শিরোনামের পোস্টার প্রেজেন্টেশনে প্রথম পুরস্কার অর্জন করে।

আব্দুল্লাহ আল মনসুর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।