বইমেলায় অরণ্য পাশার `আনন্দ আশ্রম`


প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

সাহিত্যিক ও মডেল অরণ্য পাশার এবার একুশে বইমেলায় এসেছে আত্মস্মৃতিমূলক ছোট গল্পের বই ‘আনন্দ আশ্রম।’  ইতোমধ্যে পাঠকদের কাছে বেশ কৌতুল জাগিয়েছে এ বইটি। আনন্দ আশ্রম প্রসঙ্গে অরণ্য পাশা বলেন, ‘এ শহরে পালিয়ে আসার আগে আমার একটা জীবন ছিলো। গ্রাম। আমার সৃমদ্ধ শৈশব, কৈশোর। হাল চাষ, রোয়া বোনা, আলু-টমেটো চাষ, রাই সরিষার ক্ষেত, মাঠের দিঘী। টুকরো টুকরো স্মৃতি। আমার যাপিত জীবন। এ শহরে নিজেকে মানিয়ে নেয়ার গল্প। না শহর না গ্রাম। কোথাও মনটাকে স্থিতু করতে পারি নি। এই সব দোলাচলের গল্প নিয়েই আননন্দ আশ্রম। আশা করি বইটি পড়ে পাঠকেরা নস্টালজিয়ায় ভুগবেন। স্মৃতি এসে উঁকি দিবে মনের কোণে।’

লেখক প্রায় ৭ বছর ধরে মিডিয়ায় কা করছেন। সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি গীতিকার ও মডেল হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি। জন্ম বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আটুইল (বেড়াগ্রাম) গ্রামে। পিতা : মজিবর রহমান ও মাতা : আমেনা খাতুনের ৫ সন্তানের মধ্যে লেখক সবার ছোট। তিনি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন  চ্যানেল আরটিভি’তে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

আনন্দ আশ্রম এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য কমিশন বাদে রাখা হয়েছে ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে দেশ পাবলিকেশন্সের ৪০৮-৪০৮ নং স্টলে (সোহওয়ারর্দি উদ্যান) ।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।